Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে পঞ্চগ্রাম ইউনিয়ন

     পঞ্চগ্রাম ইউনিয়ন পরিষদ লালমনিরহাট জেলার এবং সদর উপজেলার দক্ষিণ পূর্ব কোনে ১৫(পনের)কি:মি দূরে অবস্হিত। উত্তরে বড়বাড়ী ইউনিয়ন,দক্ষিণে রাজারহাট ইউনিয়র, পূর্বে ছিনাই ইউনিয়ন এবং পশ্চিমে গোকুন্ডা ইউনিয়ন । বৃহত্তর পাচটি গ্রাম নিয়ে গঠন হয়েছিল এই ইউনিয়ন তাই এই ইউনিয়নের নামকরণ পঞ্চগ্রাম ইউনিয়ন পরিষদ। পঞ্চগ্রাম ইউপির আয়তন ১১ কিঃমিঃ । উক্ত ইউনিয়নে দুই সম্প্রদায়ের লোক মুসলমান ও হিন্দু প্রায় সমান সংখ্যক। উক্ত ইউনিয়নে নদ-নদী নাই তবে বিশাল একটি বিলের অংশ পড়েছে নাম "দেউলার বিল"। ঐতিহ্যবাহির মধ্যে "হারানো  মসজিদ" যাহা ৬৯ হিজরীতে তৈরী, নিদাড়িয়া মসজিদ, সিন্দুরমতির পুকুর ও মেলা। যাতায়ত: বাস,মাইক্রবাস,মটর সাইকেল ইত্যাদির মাধ্যমে যাতায়ত করা যায়। এই ইউনিয়নের প্রধান প্রধান রাস্তাগুলি পাকা রাস্তা। উক্ত ইউনিয়নে কোন আবাসিক হোটেল নাই। জনসংখ্যা প্রায় ৩৪ হাজার।