নদীঃ পঞ্চগ্রাম ইউনিয়ন সীমানার ভিতরে কোন নদী না্্।
খালও বিলঃ- পঞ্চগ্রাম ইউনিয়নে বেশ কয়েকটি ছোট বড় বিল আছে।
এর মধ্যে
দেউলার বিল,
সেশামাসির বিল
আব্দার দোলা
সিংহী মারীর দোলা
কাকড় মারীর দোলা
এবং
খোড়া নদী বিল
বহুকাল হতে এই বিল ও দোলা গুলো এই ইউনিয়নের ঐতিহ্যবহন করে আসছে। বিল গুলেতে ইতিপূর্বে প্রচুর পরিমানে দেশীয় মাছ পাওয়া যেত। এছারাও দেশী প্রজাতীর মাছের মধ্যে মাগুড়, শিং, টেংরা, গতা, কৈ ইত্যাদি প্রচুর পরিমানে পাওয়া যেত এবং যা শেষ হবার নয়। সারা বছর পানি থাকার কারনে বিল গুলো দেশী মাছের আবাস স্থল হিসেবে ভাল ছিল।
আধুনিক চাষাবাদ মৎস্যজীবি সমবায় সমিতি অত্র এলাকার লোকজন সকলে মিলে গঠন করেন। এবং তখন হতে এযাবৎকাল পর্যন্ত আধুনিক পদ্ধতিতে মৎস্য চাষাবাদ হয়ে আসছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস